Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

কার্যক্রম সমূহ ঃ

 

১। উদ্বুদ্ধ করন-স্থানীয় বেকার যুবদের সংগঠিত করে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিখ্ষন গ্রহনে উদ্বুদ্ধ করা।

 

 

২। প্রশিক্ষণ প্রদান- হাঁস মুরগী পালন, মৎস্য চাষ, সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ সহ  প্রায় ৩৭টি ট্রেডে বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ দুই ধরনের- ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (দীর্ঘ য়োদী)  খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (স্বল্প মেয়াদী)।

প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ ঃ

 

(০১ মাস থেকে ০৬ মাস পর্যন্ত) অধিদপ্তরের নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত হয়।

যোগ্যতা এবং আবশ্যক-

০১) প্রশিক্ষন গ্রহনের সংশ্লিষ্ট ট্রেডের আবেদনপত্র।

০২) ছবি- ০২ কপি

০৩) নাগরিক সনদপত্র / চেয়ারম্যান সনদ

০৪) আইডি কার্ড/ জন্ম নিবন্ধন

০৫) কমপক্ষে ৮ম শ্রেণী পাশ (তবে ট্রেড অনুসারে ভিন্নতাও রয়েছে)

০৬) বয়স ১৮ থেকে ৩৫ বছর।

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ঃ

 

(১০-১৫ দিন মেয়াদী) ভ্রাম্যমান প্রশিক্ষন চাহিদামত, সুবিধা মত স্থানে আয়োজন করা হয়।

 

 

যোগ্যতা এবং আবশ্যকঃ

০১) প্রশিক্ষন গ্রহনের সংশ্লিষ্ট ট্রেডের আবেদনপত্র।

০২) ছবি- ০২ কপি।

০৩) নাগরিক সনদপত্র/ চেয়ারম্যান সনদ

০৪) আইডি কার্ড/ জন্ম নিবন্ধন

০৫) কমপক্ষে ৮ম শ্রেণী পাশ

০৬) বয়স ১৮ থেকে ৩৫ বছর।

ঋণ বিতরণঃ

আবশ্যক

(প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় ঋণের ক্ষেত্রে প্রযোজ্য)

 

১। প্রাতিষ্ঠানিক ঋণ ৪০-৭৫ হাজার

২। অপ্রাতিষ্ঠঠানিক ঋণ- ২৫-৪০ হাজার।

* উণ গ্রহনের আবেদন

* প্রশিক্ষণের মূল সনদ

* মূল দলির (দলিল দাতা গ্রান্টার)

* দলিলের হালনাগাদ খতিয়ান

* পরচা

* স্বাক্ষী

* নন জুডিশিয়াল ৩০০/- ষ্ট্যাম্পে চুক্তিনামা

ঋণ আদায় ঃ

 

প্রাতিষ্ঠাডিনক ও অপ্রাতিষ্ঠানিক উভয় প্রকার ঋণ আদায় পদ্ধতি একই ধরনের।

 

 

* ২ বছরে আদায় যোগ্য (২৪ কিস্তিতে)

* সার্ভিস চার্জ ১০% ক্রমহ্রাসমান পূর্বে ছিল ১৬%

* প্রতি মাসে কিস্তি আদায়যোগ্য।

* মাসিক সঞ্চয় ৫০ টাকা (ঋণ পরিশোধ হলে ফেরতযোগ্য)।

যুব পুরস্কার প্রদান ঃ

 

প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান, দক্ষতা ও প্রচেষ্টায় সফল আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলে, যোগ্যতার বিবরণ মানবদন্ডের আলোকে প্রতি ভরচ জাতীয় যুব দিবসে সফল যুবদের যুব পুরস্কার প্রদান করা হয়।

যুব সংগঠনকে অনুদান প্রদান ঃ

 

যুব কার্যক্রম অংশগ্রহন ও সকল সংগঠকে প্রতি বছর অনুদান প্রদান করা হয়।